ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশের ৪৩০ রান

সাকিব আল হাসান ও সাদমান ইসলামের ফিফটির পর ৮ নম্বরে নামা মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিলো ওয়েস্ট ইন্ডিজকে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির আগে ৪৩০ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।


সেঞ্চুরি করার ২ ওভার ৩ বল খেলে আউট হন মেহেদী হাসান মিরাজ। তাকে ফিরিয়ে রাকিম কর্নওয়াল বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তি টানেন। ১৫১তম ওভারের দ্বিতীয় বলে লং অনে বদলি ফিল্ডার কাভেম হজের ক্যাচ হন মিরাজ। ১৬৮ বলে ১৩ চারে ১০৩ রানে আউট হন তিনি। অন্য প্রান্তে ৩ রানে খেলছিলেন মোস্তাফিজুর রহমান।


দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন মেহেদী হাসান মিরাজ। ১৪৮তম ওভারে জোমেল ওয়ারিকানের প্রথম বলে বাউন্ডারি মারেন, পরের বলে নেন দুই রান। পৌঁছান ৯৯ রানে। তৃতীয় বলটি ঠেকিয়ে পরের বলে দুটি রান নিয়ে হেলমেট খুলে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি উদযাপন করেন। তিন অঙ্কের ঘরে মিরাজ পৌঁছান ১৬০ বলে ১৩ চারে। এর আগে টেস্টে তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান ছিল অপরাজিতক ৬৮, ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।

ads

Our Facebook Page